শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে নিজ জমিতে বিদ্যুৎপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতের আগাছা(নিড়ানি) পরিস্কার করার সময় বিদ্যুৎপৃষ্টে এমদাদুল হক(৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমদাদুল তবকপুর ইউনিয়নের জহুরিয়া পাড়ার পনির উদ্দিন মাস্টারের ছেলে।

জানা গেছে, শনিবার(২৪ আগস্ট) দুপুরে তবকপুর ইউনিয়নের কাজলডাঙ্গা এলকায় নিজ ধান ক্ষেতের আগাছা(নিড়ানি) পরিস্কার করার সময় জমিতে পড়ে থাকা সেচ পাম্পের তারে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন এমদাদুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, এমদাদুল হককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়