ভূঞাপুরে ভারতের পানি আগ্রসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
আখতার হহোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ভারতের পানি আগ্রসনের বিরুদ্ধে শুক্রবার (২৩ আগস্ট) জুমা’র নামাজের পর ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরীর নেতেৃত্বে ছাত্র-জনতা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে।
ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডেমুর গজলডোবা বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মিছিল করে ছাত্র-জনতা।
ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মাহফুজুর রহমান, মাও. শহিদুল ইসলাম আন্দাতপুরী প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।