শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে সাবেক উপমন্ত্রী সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি লিংকন রায়হান ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু। বক্তারা বলেন, পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো হাসিনা সরকার বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে হয়রানিমূলক মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রেখেছে। আব্দুস সালাম পিন্টু  একজন সাদা মনের মানুষ। তারা অবিলম্বে বর্ষিয়ান এ নেতার মুক্তি দাবি করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়