বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না;রাউজানে গোলাম আকবর খোন্দকার

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, ‘লুটেরা,সন্ত্রাসী,চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না,তারা দেশ ও জাতির শত্রু।সবার জানমালের নিরাপত্তায় দলীয় নেতাকর্মীদের সাধারণ জনগণের পাশে থাকতে হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাউজানের উরকিরচর জিয়া বাজার প্রাঙ্গণ,পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এবং বিনাজুরী কাগতিয়া বাজারে আয়োজিত পৃথক পৃথক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জিয়া বাজার প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এমদাদুল হকের সভাপতিত্বে এবং বিনাজুরী কাগতিয়া বাজার প্রাঙ্গণে মোহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক পৃথক শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, রাউজান পৌরসভার বিএনপির আহ্বায়ক আবু আহমেদ, সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন খান, এইচ এম নুরুল হুদা, জি এম মোরশেদ, কমলেন্দু শীল, শামসুল হক বাবু, মুরাদুল আলম, আইয়ুব খান জনি, জানে আলম জনি, দিদারুল আলম, আব্দুল মান্নান,  শেখ নাজিম উদ্দীন, এন এ বাবুল, আসলামুল হক, মোহাম্মদ আবছারুজ্জামান, সিরাজুদ্দৌলা চেয়ারম্যান, নাসির উদ্দীন, এডভোকেট মোহাম্মদ সাঈদ, ফজলুল কাদের, জসীম উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, আরিফ উদ্দিন,  মোহাম্মদ সরোয়ার, নাঈমুদ্দিন মিনহাজ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ মহিউদ্দিন, আকবর হোসেন, মুরাদুর রহমান বাবর, শাকিল ইসলাম, ইরফান উদ্দিন রায়হান, সাফায়ত হোসেন রাকিব।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়