বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূঞাপুরে রঙতুলির ছোঁয়ায় প্রাণ ফিরে পাচ্ছে দেয়াল

আখতার হোসেন খান,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের  ভূঞাপুরে ছাত্র-ছাত্রীদের নিপুণ হাতের তুলির ছোয়ায় প্রাণ ফিরে পাচ্ছে ইট- সিমেন্টের দেয়ালগুলো।

কোটা আন্দোলনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনসিসি, রোভার স্কাউট,  কাব স্কাউট,  এবং  সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করে। পরবর্তী কর্মসূচি হিসেবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, দেয়াল লিখন ও অংকনের কাজ করে পরিবেশ উজ্জ্বল এবং দৃষ্টিনন্দন করে উপস্থাপন করছে।স্থানীয় ইবরাহীম খাঁ সরকারি কলেজ, বিএনসিসি, আনোয়ার হোসেন তালুকদারের নেতৃত্বে রোভার স্কাউট, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যা, লোকমান ফকির মহিলা  ডিগ্রি কলেজ, শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দৃষ্টি নন্দন দেয়াল লিখন ও চিত্র আঁকায় অংশ নেয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়