বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শুক্রবার ‘গণমিছিল’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংবাদের আলো ডেস্ক: আবারও নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) গণমিছিল করবে তারা। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জুমার নামাজের পর প্রার্থনা ও গণমিছিল কর্মসূচি পালন করবে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদ ও শিক্ষার্থীদের ৯দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর যিয়ারত ও মন্দির-গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দেশের সকল নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মসজিদের ইমাম ও খতিবদের মিম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দেয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি মাদরাসার শিক্ষক ও ছাত্রদেরকে গণমিছিল বের করে আন্দোলনে একাত্মতা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়