বেলকুচিতে বন্যার্তদের পাশে সোহাগপুর মানব কল্যাণ সংস্থা
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন সোহাগপুর মানব কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সংগঠনের উদোগে ও সমাজকর্মী রাতুল ভুইয়ার সৌজন্যে বেলকুচি পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বাড়িবাড়ি গিয়ে প্রায় শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবার হিসাবে আটা, বিস্কুট, মুড়ি, কাঠাল, ব্লিচিং পাউডার ও স্যালাইন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি পৌরসভার প্যানেল মেয়র-২ মাহবুবুল আজাদ তারেক সরকার, সেচ্ছাসেবী সংগঠন সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূইয়া, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক পারভেজ আলী, অর্থ সম্পাদক সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জল অধিকারী, সদস্য জুবায়ের হোসেনসহ সেচ্ছাসেবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।