অজু করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সংবাদের আলো ডেস্ক: কুমিল্লার দেবীদ্বারে অজু করতে গিয়ে পুকুর ঘাটে পিছলে পড়ে পানিতে ডুবে আব্দুর রহমান নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার থানা গেইট এলাকার ওমান কাসেমের বাড়ির মসজিদে আছরের নামাজ পড়তে গিয়ে পাশের পুকুরের ঘাটলায় অজু করার সময় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন মিয়া।শিশু আব্দুর রহমান উপজেলার উজানীজোড়া গ্রামের ওমান প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। সে পরিবারের সঙ্গে দেবীদ্বার সদরের থানা গেইট এলাকা সংলগ্ন মুক্তি ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করতো। সে স্থানীয় বিএম আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।