সংবাদের আলো ডেস্ক: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে সেটা প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শরীয়তপুরের জাজিরায় আজ শনিবার (১৫ জুন) দুপুরে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে একথা বলেন এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনীর প্রধান বলেন, ‘আমরা বলেছি যে, আমাদের শত্রু আক্রমণ প্রতিহত করব, এতে কোনো সন্দেহ নেই।
বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন আছে। সেখানে আমাদের বার্ডার গার্ড আছে। আমাদের কোস্ট গার্ড আছে। তারা বিষয়টি সম্পূর্ণ তদারকি করছে। আমরা প্রস্তুত আছি। এর থেকে লেভেল যদি অন্যদিকে যায়, তার সমুচিত জবাব আমরা দেব।’ সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনীর নতুন ইউনিটের সব সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বীর শহিদদের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে কাঙ্খিত স্বাধীনতা। তিনি বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিরক্ষা নীতির আলোকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রণীত হয় ফোর্সেস গোল ২০৩০। আজকের এই পতাকা উত্তোলনের মাধ্যমে ফোর্সেস গোল আরেক ধাপ বাস্তবায়িত হয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, স্থানীয় সংসদ সদস্য, সেনা সদরের জ্যৈষ্ঠ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে শেখ হাসিনা সেনানিবাসে শফিউদ্দিন আহমেদ পৌঁছালে জিওসি-৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া তাকে স্বাগত জানান। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান বরিশাল এরিয়ার সব পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং মতবিনিময় করেন। দরবার শেষে শেখ হাসিনা সেনানিবাসের সব পদবির কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা সামরিক রীতিতে সেনাবাহিনীর প্রধানকে বিদায়ী সংবর্ধনা জানায়।শেখ রাসেল সেনানিবাসে ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনী প্রধান মধুমতি আর্মি ক্যাম্পে যান। নড়াইলের লোহাগড়ায় তিনি ট্রাস্ট ব্যাংকের একটি শাখা উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি মধুমতি আর্মি ক্যাম্পে স্থানীয় জনসাধারণকে ঈদ উপহার বিতরণ করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।