গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী শ্রমিক নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভোগড়া বাইপাস থেকে একটি অটোরিকশায় চড়ে কোনাবাড়ি যাচ্ছিলেন রুবিয়া খাতুন। তিনি বাইমাইল এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা একটি মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। একপর্যায়ে তারা ওই নারী পোশাক শ্রমিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ওই নারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে তারা পালিয়ে যায়। একপর্যায়ে অটোরিকশাচালক ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রুবিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।
অটোরিকশাচালক রেজাউল করিম বলেন, গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে দুজন যাত্রী ওঠেন। একজন নাওজোড় নেমে যান। রুবি খাতুন নামে ওই শ্রমিক কোনাবাড়ি যাবেন বলে রিকশায় থেকে যান। পরে বাইমাইল ব্রিজের ওপর আসামাত্রই পেছন থেকে মোটরসাইকেলে তিন যুবক এসে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন তিনি দিতে অস্বীকার করলে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।