রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এক কাভার্ডভ্যানের পেছনে আরেকটির ধাক্কা, মাঝে পড়ে প্রাণ গেলো দুই ভাইয়ের

সংবাদের আলো ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটির ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন।নিহত চালক মো. সাগর ও সহকারী বেলাল হোসেন সম্পর্কে আপন দুই ভাই। তারা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় মহাসড়কের ছুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যানের (ঝিনাইদহ চ.মে-উ ১১-২৬৭৮) ইঞ্জিন বিকল হলে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এ সময় গাড়িটিকে সামনে থেকে টেনে চালু করতে সহযোগিতা করছিল একটি ট্রাক (ঢা.মে-ট-১৪-৬০৮৬)। পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন দুই ভাই (চালক ও সহকারী)।এ সময় পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান (ঢা.মে-ট-১১-৯১৭৪) বিকল হওয়া গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। স্থানীয় জনতা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যানচালক ও সহকারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়