২৪২ আসনে এককভাবে এগিয়ে মোদির বিজেপি
সংবাদের আলো ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় পুরো দেশের ৫৪২টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগণনা। প্রাথমিক গণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট এগিয়ে আছে। বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের পরিসংখ্যানে দেখা গেছে, মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে এগিয়ে আছে মোট ২৪২টি আসনে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অন্তত ২৭টি কম।এরপরই সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে কংগ্রেস- ৯৪টি। কংগ্রেস ২০০৯ সালের নির্বাচনের পর এবার বেশী আসনে এগিয়ে আছে। এছাড়া উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও বেশ ভালো ফল করছে। সমাজবাদী পার্টি এই মুহুর্তে ৩৬টি ও তৃণমূল কংগ্রেস ৩১টি আসনে এগিয়ে রয়েছে।গত আড়াই মাস ধরে মোট সাত দফায় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশটির লোকসভার ৫৪৩টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো দল বা জোটকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২৭২টি আসনে জিততে হবে। বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন বলে পরিচিত এই প্রক্রিয়ায় প্রায় ১০০ কোটি মানুষ ভোটার ছিলেন, যার মধ্যে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।