আসামে ভয়াবহ বন্যায় নিহত ১৮
সংবাদের আলো ডেস্ক: ভারতের আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ বন্যায় আসামের অন্তত ১৩টি জেলা প্লাবিত হয়েছে। গত শুক্রবার পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল ৩ লাখ। একদিন পরই তা ৬ লাখে ছাড়িয়েছে। রাজ্য সরকার বলছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে।বন্যাকবলিত এলাকা থেকে গতকাল রোববার আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গত ২৮ মে থেকে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সরকারের তথ্যমতে, আসামের বন্যা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। অন্তত ১৩টি জেলা বন্যার পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নগাওঁ জেলা। শুধু নগাওঁতেই বন্যাকবলিত মানুষের সংখ্যা আড়াই লাখের বেশি।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তারা রাত–দিন পরিশ্রম করছেন। বন্যার তোড়ে রাস্তা–ঘাট ভেঙে যাওয়ায় তারা দুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না। রাজ্যজুড়ে ট্রেন চলাচলও স্বাভাবিক নেই। এদিকে স্থানীয়দের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে আসাম পুলিশ ও জেলা প্রশাসন। তারা জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও প্রাণহানি এড়ানোর স্বার্থেই এ বিধিনিষেধ জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আসামে আরও ভারী বর্ষণ হতে পারে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে পারে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।