শাহজাদপুরে যুবলীগ নেতা সবুজ ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার বিকেলে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবিতে পৌর সদর দ্বারিয়াপুর বাজারে দ্বারিয়াপুরবাসীর আয়োজনে শতশত নারী পুরুষ মানববন্ধন করেছে । গত ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তীতে গত বৃহস্পতিবার নদী খননের বালু দখলকে কেন্দ্র করে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবে সোবহান শেখ সজল ও পরাজিত প্রার্থী মারুফ হোসেন সুনামের পক্ষের মধ্যে সহিংসতা ও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।
এ ঘটনার জের ধরে গত শুক্রবার রাতে সাবেক মেয়র নজরুল ইসলামের পুত্র যুবলীগ নেতা সবুজ ইসলাম গুরুতর আহত হয়। এতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের পরে নদী খননের বালু দখল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ও জেলা পরিষদের সদস্য ভিপি রহিম সবুজ ইসলামকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।