তাড়াশে পুলিশ কর্মকর্তারা বাড়ীতে দুর্ধষ ডাকাতি
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিবাহু গ্রামের পুলিশ কর্মকর্তা সেলিম রেজার বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম। রাজশাহীর নাচোল থানার সাবেক ওসি সেলিম রেজা ও তার ভাতিজা পুলিশের এসআই হুমায়ুন রশিদ চাকরির সুবাদে বাহিরে থাকায় তাদের গ্রামের বাড়িতে থাকেন বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হাই চৌধুরী। আব্দুল হাই চৌধুরীর স্ত্রী মাজেদা খাতুন জানান, গতরাত আনুমানিক ০২.৪৫ দিকে আমাদের বসত বাড়ীতে ১০/১২ জনের অজ্ঞাতনামা ডাকাত দল সশস্ত্র অবস্থায় বাড়ীর উত্তর দিকে টয়লেটের পাশের টিনের বেড়া ভেঙ্গে বাড়ীতে প্রবেশ করে উত্তর পাশের রুমের জানালার গ্রীল কেটে রুমে প্রবেশ করে আমার স্বামী আব্দুল হাই চৌধুরী ও আমাকে ঘুম থেকে ডেকে তুলে ।
ডাকাতদল চৌধুরীকে চাকু দিয়ে আঘাত করলে আঘাত প্রতিরোধের জন্য তার ডান হাত দ্বারা চাকুকে ধরে ফেললে তার ডান হাতের তালু কেটে রক্তাক্ত হয়। পরবর্তীতে ডাকাতরা তার দুই হাটুতে এবং পিছনে উপুর্যপরি আঘাত করে একপর্যায়ে বাড়ীর আলমারী, লেপকাথা রাখা বক্স ভাঙ্গে এবং উক্ত বাড়ীতে থেকে নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও ১ ভরি পরিমান স্বর্নের দুল নিয়ে ডাকাতরা বাড়ীর পশ্চিম পাশের টিনের গেট ভেঙ্গে বেরিয়ে চলে যায়। অপরদিকে একই রাতে নওগাঁ ইউনিয়নের শাকই গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শফিকুল ইসলামের গেটের তালা ভেঙে বাড়ী ভিতরে প্রবেশ করে বিষাক্ত গ্যাস স্প্রে করে অজ্ঞান করে বাড়ীতে থাকা নগদ আশি হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। সকালে প্রতিবেশীর তাদের অজ্ঞান অবস্থায় দেখতে পায় পায় পরবর্তী প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শফিকুলের স্ত্রী ময়না (৪২) ছেলে মনিরুল ইসলাম +২৪) মাসুদ রানা (১৮) কে অজ্ঞান করা হয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম(বার)পিপি এম (বার) বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।