হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুতের জন্য দফায় দফায় মহাসড়ক অবরোধ
সংবাদের আলো ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে সারা দেশেই প্রায় লন্ড ভন্ড করে ফেলে দিয়েছে। পরে প্রায় সব জায়গায় পরিস্থিতি সামাল দিয়েছে সরকার। তবে হবিগঞ্জের নবীগঞ্জে, সৈয়দপুর গ্রাম ও দেবপাড়া গ্রামে টানা তিন দিন ধরে বিদ্যুৎ না তাকায় দফায় দফায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন হবিগঞ্জের নবীগঞ্জের প্রায় দুইটি গ্রামে টানা তিনদিন ধরে বিদ্যুৎ না থাকায় দুপুরে ও সন্ধ্যায় দুই জায়গায় দুই সময়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় জনতা ।
দুপুর ১২ টার দিকে নবীগঞ্জের সৈয়দপুর গ্রামে বিদ্যুৎতের জন্য প্রায় ১ ঘন্টা মহাসরক অবরোধ করেন ও রাত ৯টা থেকে প্রায় ১০.৩০ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা । পরে পুলিশ এসে তাদেরকে বিদ্যুতের আশ্বস্ত করায় এলাকাবাসী তাদের অবরোধ তুলে নেন । খুব শীঘ্রই যদি তাদের এলাকায় বিদ্যুৎ না আসলে তাহলে তাদের আন্দোলন আরোও ভয়াবহ আকার ধারণ করবে। হবিগঞ্জ ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।