রংপুরে বসবাসরত উর্দ্দুভাষীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
রংপুর প্রতিনিধি: রংপুরে বসবাসরত উর্দুভাষী (বিহারী সম্প্রদায়) স্বাধীনতার পর হইতে ১১টি ক্যাম্পের জণাকৃর্ণ অবস্থায় ৮বাই৮ ফিট ঝুপড়ী ঘরে তাহাদের স্ত্রী, সন্তানাদী নিয়ে জীবন-যাপন করে আসছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ক্যাম্পগুলোতে উর্দ্দুভাষী (বিহারী সম্প্রদায়) যে অবস্থায় রয়েছে সে অবস্থায় থাকবে এবং তাদের স্থায়ী পূনর্বাসন না হওয়া পর্যন্ত বিনামূল্যে পানি, বিদ্যুৎ ও মাসিক ত্রান প্রদান করা হয়। এরপর সরকার বদল হওয়ার পরেও এই আদেশ বহাল থাকে এবং ২০০৫ সালে বিএনপি-জামাত জোট সরকার সকল ক্যাম্পের বিদ্যুৎ একযোগে বন্ধ করে দিলে প্রচন্ড তাপদাহ থাকায় সে সময় ১৮ টি গর্ভবতী মহিলা ঢাকা জেনেভা ক্যাম্পে মৃত্যৃবরণ করেন এবং অন্যান্য ক্যাম্পে অনেকেই মৃত্যুসহ অসুস্থ হয়ে পড়েন।
সে সময় হাইকোর্টে একটি আদেশ জারি করলে তাৎক্ষনিক ভাবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ বহাল করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও পূর্ণবাসন মন্ত্রণালয় ও জেলা প্রসাশনের অধীনস্থ হয়ে ক্যাম্প গুলো পরিচালিত হয়ে আসছে। সারাদেশে প্রচন্ড তাপদাহ ঠিক এমন সময় রংপুর নেসকো কোম্পানী ক্যাম্পে ডিজিটাল মিটার স্থাপন ও অন্যাথায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করার হুমকি প্রদান করেন ও নোটিশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে প্রচন্ড তাপদাহে ক্যাম্পের প্রিপেইড মিটার সংযোগ না দেওয়ার আহবান জানিয়ে ও পূর্নবাসন না হওয়া পর্যন্ত সকল ক্যাম্পে বিদ্যুৎ বহাল ও উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে সোমবার (৬ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ষ্ট্র্যান্ডেড পিপল’স জেনারেল রিহ্যারলিটেশন কমিটি রংপুর শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করেন।
পাশাপাশি মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও স্মারকলিপি সূত্রে জানা যায়, এসপিজিআরসি সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিন বার সাক্ষাত করিয়াছেন। সে সময় প্রধানমন্ত্রী বলেন যে পূর্ণবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের সকল সুযোগ সুবিধা বহাল থাকবে। মানববন্ধন ও স্মারকলিপি মাধ্যমে তাদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রæতি অনুযায়ী পূর্ণবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন যেন না করা হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সকলের সহযোগীতা কামনা করেন। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সওকত সাহেব, রংপুর শাখার সভাপতি শরফুদ্দিন, যুগ্ন সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দপ্তর সম্পাদক তইয়ব হোসেন, সহ দপ্তর সম্পাদক শমসের আলম সহ রংপুরের ১১ টি ক্যাম্পের ইনচার্জগণসহ রংপুরে বসবাসরত উর্দ্দুভাষীরা (বিহারী সম্প্রদায়)।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।