শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি

উজ্জ্বল অধিকারী: অস্তিত্ব হারাতে বসেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প। যমুনা নদীর অববাহিকায় অবস্থিত বেলকুচিতে তাঁত শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের মানুষের ভাগ্যেরও উন্নয়ন ঘটেছিল। উপজেলার শতকরা ৯৫ ভাগ মানুষের আয়ের প্রধান উৎস তাঁত শিল্পের সঙ্গে সম্পর্কিত। তবে বর্তমানে প্রয়োজনীয় সুতা, রঙের বাড়তি দাম এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার না থাকায় সঙ্কটে পড়েছে বেলকুচির তাঁত শিল্প। লোকসানের ভয়ে কোনো কোনো তাঁতকল বন্ধ হয়ে গেছে। আরও কিছু তাঁতকল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গতকাল দুপুরে বেলকুচি পৌর এলাকার শেরনগরে অবস্থিত জামান টেক্সটাইলের প্রধান কার্যালয় পরিদর্শন করেন সমাজ কল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এসময় বেলকুচি হান্ডলুম-পাওয়ারলুম ওনার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ড. দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মন্ত্রী জামান টেক্সটাইল ঘুরে দেখে বলেন, জামান টেক্সটাইল কাপড়ের মান ধরে রেখে নতুন দিগন্তের সূচনা করছে। জামান টেক্সটাইলের প্রোডাষ্ট গুলো খুব ভালো মানের, ভালো জিনিসের মান সব সময় ভালো। এই শিল্পটিকে প্রসারের জন্য সরকার পক্ষ থেকে কোনো সহায়তা লাগলে সেটা প্রদানের আশ্বাস দেন তিনি। জামান টেক্সটাইলের কর্ণধার ও বেলকুচি হান্ডলুম-পাওয়ারলুম ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এম এ বাকী বলনে, আমাদের তাঁত শিল্প প্রায় ধংব্সের পথে এ শিল্পটিকে কিভাবে টিকিয়ে রাখা যায় কিভাবে ভালো মানের প্রোডাষ্ট তৈরি করা যায় তা নিয়েই গবেষণা করছি। আমাদের তাঁতের জামদানি, সুতি শাড়ী, গ্যাস, রেশম ও সিল্ক শাড়ী গুলো আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির হতে পারে।

এটা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় সিরাজগঞ্জ-২ আসনের এমপি ড. জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, বেলকুচি হান্ডলুম-পাওয়ারলুম ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বৈদ্য নাথ রায়, সহ-সভাপতি আব্দুল মজিদ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়