সিরাজগঞ্জ আইন সহায়তা দিবশ পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি: স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় আইন সহয়াতা পালিত হয়েছে। রবিবার সকালে সিরাজগঞ্জ কোর্ট চত্তরে দিবশটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এস. আলী আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুলান ১ এর জেলা জজ নাসিরুল হক, নারী ও শিশু -২ এর জেলা জজ বেগম সালমা খাতুন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার, জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ বেগম জিনাত জাহান। এ সময় বক্তারা বলেন সমাজের অসহায় নির্যাতিত ও দরিদ্র মানুষের পাশে বিনা মূল্যে আইন সহায়তা দিয়ে আসছে লিগ্যাল এইড। আগামীতেও সাধারন মানুষের পাশে থেকে আমারা আমাদের কার্যক্রম পরিচালনা করবো।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।