বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজিপুরে জাতীয় আদিবাসী পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় আদিবাসী পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুহস্পতিবার বেলা এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কাজিপুর আদিবাসী পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র মালো। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্ত্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কৃষিবিদ বিমল খালকো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিক চন্দ্র বানিয়ার্স। সম্মেলনে বক্তাগণ আদিবাসী হিসেবে নিজেদের সাংবিধানিক স্বীকৃতিসহ একটি ভূমি কমিশন গঠনের দাবী জানান। অনুষ্ঠানে কাজিপুর উপজেলা আদিবাসী পরিষদের ২১ সদস্যসহ শতাধিক আদিবাসী উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়