বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জনগণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিচ্ছে উলিপুর থানা পুলিশ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জনগণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিচ্ছে উলিপুর থানা পুলিশ। রোববার(৭ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ওসি গোলাম মর্তুজা।জানা গেছে, উলিপুর থানার উদ্যোগে জনগণকে সচেতনতার পাশাপাশি উপজেলার বিভিন্ন পয়েন্ট, বাজার, মার্কেট, ব্যাংক-বীমায় জনগণের নিরাপত্তা ও পুলিশীসেবা নিশ্চিতে থানা পুলিশের নম্বর সম্বলিত বিভিন্ন স্টিকার লাগানো হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- অটোরিকসা, মোটরসাইকেলসহ চুরি ছিনতাই রোধ, দ্রুত পুলিশীসেবা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। ঈদকে সামনে রেখে পুলিশি টহল জোড়দার করা হয়েছে। এছাড়াও বিট পুলিশিং এর মাধ্যমে তাৎক্ষনিক সেবা দেয়া হচ্ছে। যেকোন প্রয়োজনে জনগণের পাশে থাকবে উলিপুর থানা পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়