উলিপুরে ৩৫০ দুস্থ পরিবারে ছওয়াব এর খাদ্য সামগ্রী বিতরণ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পবিত্র রমজান উপলক্ষে ৩’শ ৫০টি দুস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব) এর উদ্যোগে প্রতিটি পরিবারে ২৫ কেজি চাল, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি আলু, এক কেজি সোলা, এক কেজি মুসুর ডাল, এক কেজি লবণ, এক কেজি পিঁয়াজ, এক কেজি রসুন, এক কেজি চিনি, ২ প্যাকেট লুডুস বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ লোকমান হোসেন তালুকদারের পরিচালনায় ও প্রকৌশলী আজিজুর রহমান তরুণের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুল হাসান সামু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।