সিরাজগঞ্জে মাল বোঝাই ট্রাক ও পিক আপ ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঢাকা-নাটোর মহাসড়কের খালকুলা-মহিষলুটি বাজারের মাঝামাঝি স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ (১৪ মার্চ) বৃহস্পতিবার ভোর ৫ টার সময় ঢাকা-নাটোর মহাসড়কের খালকুলা ও মহিষলুটি বাজারের মাঝামাঝি স্থানে রাজশাহী থেকে একটি মাল বোঝাই ট্রাক যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ট ১৬-৩৩৫৪ এবং সিরাজগঞ্জের হইতে আগত একটি বাসা বাড়ির মাল বোঝাই ছোট পিক আপ যার রেজিস্ট্রেশন নং১২-১৯৬০ এর মুখোমুখি সংঘর্ষ হলে ০৪ জন আহত হয়। দুর্ঘটনায় পিকআপের ড্রাইভার ও তিনজন যাত্রী আহত হলে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় বেলা ১১ টার দিকে পিকআপের ড্রাইভার মো: শরিফুল ইসলাম(৩৫) মারা যায়।
তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবাবপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আহতরা হলেন:গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ,ট্যাংরা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বাদল (৩০),ও তার স্ত্রী মোছা: সোমা আক্তার (২৫), অহত অপর জন হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পেনুইন গ্রামের মাসুদ রানার ছেলে মো: ইমতিয়াজ (২০)।
এ ব্যাপারে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রেজাউল করিম জানান,দুর্ঘটনার খবর পেয়েই ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। আহত ০৩ জন বর্তমানে সুস্থ রয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।