প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৯ মার্চ জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ” সনদ জাল কলেজের সভাপতির পদ থেকে অপসারণ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার শিক্ষা সনদ জাল জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে নোটিশ জালিয়াতি করে প্রতিবেদকদের ভুল তথ্য সরবরাহ করে নিউজ প্রকাশ করিয়েছেন। প্রকৃত পক্ষে মূল সনদে রোল রেজিষ্ট্রেশন নম্বর থাকে না, থাকে সিরিয়াল নম্বর এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো হাই কোর্টের ষ্টেঅর্ডারের ভিত্তিতে পরিচালিত হয়। দীর্ঘদিন যাবত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সরকার বন্ধ ঘোষণা করেছেন। তাই সনদ জাল বিষয়ে যাছাই সংক্রান্ত বিষয়টি ভিত্তিহীন। জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডি গঠন সংক্রান্ত এমপিও ভূক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতায় ভাইস চ্যান্সেলর সভাপতিকে অপসারণ করে হাফিজুরকে নিযুক্ত করেছেন।
সনদের যাচাই সংক্রান্ত নোটিশটি ভিত্তিহীন। একটি কুচক্রী মহল স্বীয় স্বার্থ ও আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার সনদ জাল জড়িয়ে এ সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
প্রতিবাদকারী
মোঃ সাজ্জাদুল হক রেজা,
গভার্নিং বডির সাবেক সভাপতি,
বেলকুচি মডেল কলেজ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।