সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মির্জাপুরের আজগানা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বুধবার (২৪ জানুয়ারি) মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের বিরুদ্ধে গত বছর টিআর-কাবিখাসহ অর্থ আত্মসাতের অভিযোগে ওই ইউনিয়নের ৮জন সদস্য লিখিত অভিযোগ করেন। এবং একই বছর তিনি এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেন। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান গঠন না করা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর, কাবিখা, এডিপি, ১% এলজিএসপি এবং উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়। এ ছাড়া আরও কিছু অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার জানান, সাময়িক বরখাস্তের চিঠির কথা জানতে পারলেও তিনি হাতে পাননি। পত্র পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, বিগত ২০২২ সালের ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আব্দুল কাদের সিকদার আজগানা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----