মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জ জেলা জজ আদালতে ভার্চুয়াল কোর্ট উদ্বোধন

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জ জেলা জজ আদালত ভবনে ২য় তলায় পৃথক ভার্চুয়াল কোর্ট স্থাপন করা হয়েছে। মাননীয় হাইকোর্ট বিভাগের সার্কুলার মোতাবেক দূরবর্তী সাক্ষীগণের সাক্ষ্য ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে গ্রহণের নির্দেশনা আছে। সিরাজগঞ্জ জজশীপে গত বছরের অক্টোবর থেকে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে দূরবর্তী সাক্ষীগণের সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জজ আদালত ভবনের ২য় তলায় পৃথক একটি এজলাসে পূর্ণাঙ্গ ভার্চুয়াল কোর্ট স্থাপন করা হয়েছে। বৃহস্প্রতিবার সকালে উদ্বোধনের মাধ্যমে যার যাত্রা অদ্য থেকে শুরু হলো। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত এবং দেশের মধ্যে দূরবর্তী জায়গায় অবস্থিত সাক্ষীগণ ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন।
উক্ত ভার্চুয়াল কোর্ট উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক শেখ মোঃ নাসিরুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক বেগম সালমা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ তালুকদার সহ আদালতের অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি কায়সার আহমেদ লিটন।
এসময় জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির বলেন, আদালতে ভার্চুয়াল উপস্থিতি প্রয়োজন এমন কোন ব্যক্তি যখন এমন কোন দূরবর্তী প্রান্তে থাকে যেখানে অডিও-ভিডিও কনফারেন্সিং এর সুবিধাগুলি অনুপস্থিত, তখন সংশিষ্ট আদালত দূরবর্তী প্রান্তের স্থানীয় এখতিয়ার সম্পন্ন জেলা জজ কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করবেন নিকটবর্তী এর উপযুক্ত স্থান থেকে একটি অডিও-ভিডিও কনফারেন্সিং সুবিধা প্রদানের ব্যবস্থা করার জন্য।
তখন আদালত প্রান্ত এবং দূরবর্তী প্রান্ত উভয় প্রান্তের সমন্বয়কারীরা নিশ্চিত করবেন যে অডিও-ভিডিও কনফারেন্সিং এর সময়ে দফা ৩ এ উল্লেখিত সুবিধা সমূহ পাওয়া যাবে। এতে করে মামলার জটিলতা অনেকটাই কমে যাবে। বিচার প্রার্থী দ্রুত বিচার পাবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়