রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেনাপোল পুলিশের অভিযানে ফেনসিডিল উদ্ধার

মো: সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: বেনাপোল পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। সোমবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেকপোস্টের সামনে থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় খাইরুল (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক আসামী খাইরুল পুটখালী গ্রামের মো. ওহাব এর ছেলে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেকপোস্টের লাবু এর ‘স’ মিলের সামনে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী খাইরুল একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামী কে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----