বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপু‌রে স্বতন্ত্র প্রার্থীর কর্মী‌কে প্রচারণায় বাধা বিএন‌পি কর্মীর

উ‌লিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কু‌ড়িগ্রামের উলিপু‌রে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী‌কে প্রচারণায় বাধা দেওয়ার অ‌ভিযোগ পাওয়া গে‌ছে। পৌর শহ‌রের মু‌ন্সিপাড়ার জিয়াদুল হ‌কের ছে‌লে আরাফাত হোসেন রয়েলের (৩৪) বিরুদ্ধে এই অভিযোগ। ঘটনা‌টি ঘ‌টে‌ছে, সোমবার বিকেল ৫টায় পৌর শহ‌রের গুণাইগাছ পাইলট উচ্চ‌ বিদ‌্যাল‌য়ের সাম‌নে। প‌রে ঘটনাস্থলেই ৫ হাজার টাকা অর্থদণ্ড ক‌রেন এক্সি‌কিউটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) কাজী মাহমুদুর রহমান। ত‌বে অভিযুক্ত রয়েল বিএনপি সমর্থক ব‌লে জানান, উপ‌স্থিত লোকজন।

জানা গে‌ছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচ‌নে কু‌ড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থে‌কে ট্রাক প্রতীক নি‌য়ে নির্বাচন কর‌ছেন স্বতন্ত্র প্রার্থী সা‌বেক সংসদ সদস‌্য ডা. আককাছ আলী সরকার। সোমবার বি‌কে‌লে আরাফাত হো‌সেন (৩০) না‌মে এক কর্মী আককাছ আলী সরকা‌রের ট্রাক প্রতী‌কের প্রচারণায় প্রাইভেটকার যো‌গে বজরার দি‌কে যা‌চ্ছি‌লেন। এ সময় গুনাইগাছ পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের সাম‌নে পৌ‌ঁছি‌লে রয়েল গা‌ড়িসহ ওই কর্মী‌কে আট‌কে দেন। প‌রে তার সাঙ্গপাঙ্গ‌দের ডাক‌লে বিষয়‌টি থানায় অবগত ক‌রেন। খবর পে‌য়ে এক্সি‌কিউটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) কাজী মাহমুদুর রহমান পু‌লিশ, বি‌জি‌বি ও আনসার ব‌্যাটা‌লিয়নের সদস‌্যদের নি‌য়ে ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হন।

এ বিষ‌য়ে এক্সি‌কিউটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভূ‌মি) কাজী মাহমুদুর রহমান ব‌লেন, অ‌ভিযুক্ত ব‌্যক্তি তার দোষ স্বীকার কর‌লে নির্বাচনী আচরণ বি‌ধিমালায় তার ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব প্রার্থী যেন অবা‌ধ শা‌ন্তিপূর্ণভা‌বে নির্বাচনী প্রচারণা চা‌লি‌য়ে যেতে পা‌রেন এ জন‌্য আমা‌দের টহল অব‌্যাহত রয়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়