বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপি নির্বাচন বানচাল করতে চোরা-গুপ্তা হামলা চালাচ্ছে -শাহজাহান খান এমপি

টাঙ্গাইল প্রতিনিধি: আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, বিএনপির আন্দোলন মাঠে মারা গেছে। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে তারা চোরা-গুপ্তা হামলা চালাচ্ছে। তারা রেল লাইন উপরে ফেলছে- আবার আগুন সন্ত্রাস করছে। সন্ত্রাসী কায়দায় সরকারে যাওয়ার ষড়যন্ত্র করছে। বিএনপির এই দিবাস্বপ্ন বাংলার জনগন কোনোদিনই সফল হতে দিবেনা। দেশের মানুষ বুঝে গেছে- বিএনপি দেশের উন্নয়ন চায়না।

তিনি বলেন, আগামি ৭ জানুয়ারি দেশের জনগন ভোটকেন্দ্রে গিয়ে প্রমাণ করবে তারা উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে, সুশাসনের পক্ষে। এ সময় তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নৌকায় ভোট প্রার্থণা করেন। সোমবার (১ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-২ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী তানভীর হাসান ছোট মনির এমপি। সম্মানিত অতিথি ছিলেন, ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদু ভাই।

এসময় ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সহচর প্রয়াত আওয়ামীলীগ নেতা হাতেম আলী তালুকদারের স্ত্রী আমিরুন নেছা, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি বালা মিয়া প্রমুখ।

নির্বাচনি জনসভায় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের তিন হাজারেরও বেশি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়