সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাশকতার আশঙ্কায় বঙ্গবন্ধু সেতু পূর্ব-ময়মনসিংহগামী মেইল ট্রেন চলাচল বন্ধ

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নাশকতার আশঙ্কায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রাত্রীকালীন ময়মনসিংহগামী ৩৭ আপ মেইল ট্রেন চলাচল রন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তি পড়েছেন এই ট্রেনে চলাচলকারী অসংখ্য ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা। গত ১৮ ডিসেম্বর থেকে রাত্রিকালীন এই মেইল ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে সূত্রে জানা যায়।

এরআগে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকায় রেল লাইন ডিজিটাল ও প্রশস্তকরণ করার লক্ষে গত ১৫ এপ্রিল থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ভূঞাপুর স্টেশন পর্যন্ত সাময়িক রেল যোগাযোগ বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ২৫ ডিসেম্বর পার হলেও রেল চলাচল শুরু হয়নি।

এ রুটে রাত্রিকালীন মেইল ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি ও বিপাকে পড়ছেন উত্তরবঙ্গ অঞ্চলের লোকজনসহ টাঙ্গাইলের ভূঞাপুর, গোপালপুর, কালিহাতী ও বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা, জামালপুর এবং ময়মনসিংহে যাতায়াতকারী শতশত বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও রাত্রীকালীন যাত্রীরা।

সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড় ব্যবসায়ী আকবর আলী বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে মেইল ট্রেনযোগে জামালপুর ও ময়মনসিংগ গিয়ে বিভিন্ন গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করতাম। এ রুটে রাতের ট্রেন বন্ধ থাকায় অসুবিধায় পড়েছি। এখন দিনের বেলায় যাতায়াত করতে হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে ভূঞাপুর রেল স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, বঙ্গবন্ধু সেতু পুর্ব থেকে ময়মনসিংহগামী রেল লাইন স্থাপন হওয়ার পর থেকেই ময়মনসিংহ থেকে ট্রেন ৩৭ আপ মেইল ট্রেন, যমুনা এক্সপ্রেস ও ধলেশ^রী এক্সপ্রেস নামে এই তিনটি লোকাল ট্রেন চলাচল করত।

এর পরবর্তীতে যমুনা একপ্রেস বন্ধ হয়ে যায়। দিনে ধলেশ^রী এক্সপ্রেস ও রাতে ৩৭ আপ মেইল ট্রেন দুটি চলাচল করছিল। রাতের ট্রেনটি রাত ৮ টা ৫০ মিনিটে ময়মনসিংহ থেকে ভূঞাপুরে ছেড়ে আসে এবং ভূঞাপুর থেকে রাত ২টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, কিন্তু গত ১৮ ডিসেম্বর থেকে রাত্রিকালীন ট্রেন ৩৭ আপ মেইল ভূঞাপুর থেকে ময়মনসিংহগামী ট্রেন চলাচল বন্ধের নির্দেশনা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তারপর থেকে রাত্রিকালীন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না আসা পর্যন্ত ট্রেনটি চলাচল করবে না।

গত ১৬ নভেম্বর টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেন এবং গত ২০ নভেম্বর রাতে জামালপুরের সরিষাবাড়ী রেল স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃপত্তরা। এতে টাঙ্গাইল কমিউটারের তিনটি ও যমুনা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি আগুনে পুড়ে যায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----