রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মদনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা !

                            মদনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ! - সংবাদের আলো
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পাবলিক হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রধানদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান রফিকের সঞ্চালনায় ইউএনওর মো: শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,শিক্ষা কর্মকর্তা আবুল হাসেম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,সহকারী শিক্ষা অফিসার, তারিক সালাউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন,শিক্ষক নেতা ইসমাইল হোসেন,আতিকুর রহমান আতিক প্রমূখ।
ইউএনও মো: শাহ আলম মিয়া বলেন,
এ সরকার শিক্ষা বান্ধব সরকার।
আপনাদের মাধ্যমেই এর সুফলা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। আপনারা কি কি সমস্যায় ভুগছেন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি।  শিক্ষা কর্মকর্তাকে নিয়ে এ বিষয়ে একটি কমিটি গঠন করার জন্য বলেছি।ধাপে ধাপে সকল সমস্যা সমাধান করা হবে। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----