শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন  উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত !

                            সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন  উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ! - সংবাদের আলো

সিরাজগঞ্জ প্রতিনিধি:.সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন  উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত !আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ ”নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে  জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে  র‍্যালি প্রদর্শন ও  আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই হতে ৭দিন ব্যাপি নানা কর্মসুচীর মাধ্যমে পালন করা হবে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (২৫ জুলাই)  সকাল ১০ টায়   সিরাজগঞ্জ জেলা কালেক্টরেট চত্বর হতে এক   র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  অফিসার্স ক্লাবে এসে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি নেতৃত্ব দেন ও আলোচনা সভার  সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্যে রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর, সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এস.এম.রকিবুল হাসান, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু,সাধারণ টিএম.মাইনুল ইসলাম তালুকদার  প্রমুখ।
এ সময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর থানা নৌ-পুলিশের ইনচার্জ মোঃ রবিউল আলম খান, আরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক মোঃ খোকন ব্যাপারী,  জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির জেলা শাখার সভাপতি মোঃ সুরুতজ্জামান,  মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন,  মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ কামাল হোসাইন ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন ক্ষেত্রসহকারি মোঃ গোলাম রাব্বি সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্যজীবিরা   প্রমুখ। উক্ত  অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং অনুষ্ঠানের সভাপতি ও অতিথিদের সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আলোচনা সভায় অনুষ্ঠানে  বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং তিনিই  মৎস্য সেক্টরের ব্যাপক উন্নতি করছেন। নদী,খাল-বিল, হাওড়,বাওড় পরিকল্পিত ভাবে মাছ চাষ করতে হবে।  জেলে বা মৎস্যজীবিদের পোনা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে এবং অবৈধ জাল ব্যবহার করা যাবে না। বক্তাগন আরো বলেন- খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টি চাহিদা পুরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন ও আর্তসামাজিক উন্নয়নে মৎস্যখাতের অবদান অত্যান্ত গুরুত্বপুর্ন। ১৯৮৩-৮৪ সালে মোট উৎপাদিত মাছের পরিমান ছিল মাত্র ৭.৫৪ লক্ষ মে.টন,২০২১-২২ তা দাড়িয়েছে ৪৭.৫৯ লক্ষ মে.টন।
বর্তমানে দৃশ্যপটের পরিবর্তন হয়ে চাষকৃত মাছের অবদান ৫৭ শতাংশের বিপরীতে উন্মুক্ত জলাশয়ের অবদান ২৮ শতাংশ.বাকীটা আসে সামদ্রিক উৎস হতে। জাটকা ও মা ইলিশ রক্ষায় নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরা বন্ধ করা,জেলেদের ভিজিএফ বিতরণ, আইন বাস্তবায়ন, মাছ চাষে প্রশিক্ষণ, ৬টি অভয়াশ্রম ঘোষনাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে ২০২১-২২ সালে ইলিশের উৎপাদন ৫.৬৭ লক্ষ্য মে.টন উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়