রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

                            সিরাজগঞ্জের বিভিন্ন দোকান ও কসমেটিক ষ্টোরকে  জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ! - সংবাদের আলো

আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জ শহরের বড়বাজারের কাঁচাবাজার বিক্রেতা, মাংস ও মুরগী বিক্রেতার  দোকানে এবং   এস.এস. রোড়স্থ জামান কমপ্লেক্সের কয়েকটি  কসমেটিক ষ্টোরে অভিযান চালিয়ে  বিক্রেতাদেরকে  জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরের  দিকে সিরাজগঞ্জ শহরের  এস.এস.রোড়স্থ জামান কমপ্লেক্সের কসমেটিক দোকান সোমা ষ্টোর ও কোয়ালিটি ষ্টোর বিএসটিআই অনুমোদন বিহীন ও অতিরিক্ত দামে প্রসাধনী সামগ্রী পণ্য বিক্রি করায় দায়ে এবং  বড়বাজারের কাঁচাবাজার দোকান,  মাংসের দোকান ও ভাই ভাই  মুরগীর দোকানের  বিক্রেতারা খরিদদারদের কাছে    অতিরিক্ত দামে মাংস ও মুরগী   বিক্রি করার দায়ে    ভ্রাম্যমান আদালত মোট ৩৫ হাজার টাকা  জরিমানা করেছে।

উক্ত  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,  জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ রিদওয়ান আহমেদ রাফি।

এসময়ে রাজশাহী বিভাগের বিএসটিআই এর বিভাগীয় কর্মকর্তা সহ প্রশাসনের অন্যান্য সদস্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একাংশ  উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়