শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ দমনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত !

                            মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ দমনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত ! - সংবাদের আলো

আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জে মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আমেরিকার জনগণের উদার সহায়তায় ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএ আইডি)অর্থায়নে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও আরডিআরএস বাংলাদেশের আয়োজনে

বুধবার (১২ জুলাই) সকাল হতে দিনব্যাপী   সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা  আইসিটি ও  মানব সম্পদ উন্নয়ন  ) মোঃ রায়হান কবীর। তিনি তার বক্তব্যে বলেন , মানবপাচার দেশে-বিদেশে যেকোন স্থানেই ঘটতে পারে এজন্য সকলকে সচেতনতা তৈরি করতে হবে। প্রতিটি পরিবার  এবং সমাজের মানুষেরা সচেতন হলে তথা রাষ্ট্রের উন্নয়ন হয়। এজন্য বিশেষ করে বাড়ির নারীরা সচেতন বেশি হলে বাল্যবিয়ে রোধকরা অনেকটা সম্ভব।  পরিসংখ্যানে দেখা যায় যে,একজন মানুষ নিকট আত্নীয় -স্বজনের মাধ্যমেই বেশি পাচারের শিকার হয়। নারী-পুরুষ এবং শিশুরা  প্রলোভনের শিকার সবচেয়ে বেশি হয় এজন্য এ বিষয়ে বেশি বেশি  সচেতনতামুলক সভা, সেমিনার, মাইকিং,   উঠান বৈঠকের মাধ্যমে সকল মানুষকে  বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে হবে।

এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার  (প্রবাসী কল্যাণ ডেস্ক) ইশরাত জাহান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার জিন্নাত জাহান, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ হেলাল আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, ইন্সটিটিউট মেরিন অব  টেকনোলজি’র  অধ্যক্ষ প্রকৌশলী মোঃ  হারুন-অর- রশিদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জ সদর এর অধ্যক্ষ মুহাম্মদ আনোয়ার হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন , জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ  কেন্দ্র  এর উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা  প্রমুখ।
স্বাগত বক্তব্যে রাখেন,  ইউএসএ আইডি এফএসটি আইপি অ্যাকটিভিটি ডেপুটি চীফ অবপার্টি এইচ এম নজরুল ইসলাম।  এফএসটিআইপি অ্যাকটি়ভিটি সম্পর্কেএবং মানবপাচার প্রতিরোধ ও দমনে কর্মপরিকল্পনা -২০১৮-২২ এর আলোকে সিটিসি এর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন , এফএসটি আইপি অ্যাকটিভিটি প্রিভেনশন ম্যানেজার মোঃ মজিবুর রহমান।

মানবপাচার ওবাল্যবিবাহের উপর প্রবন্ধ উপস্থাপন করেন, এফএসটি আইপি অ্যাকটিভিটি রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ খাইরুল ইসলাম। বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা এর আলোকে সিএমপিসি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন, ়চাইল্ড ম্যারেজ স্পেশালিষ্ট অ্যাডভোকেট সাজিদ আহমেদ।

এসময়ে জেলার মানবপাচার প্রতিরোধ কমিটি, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যাবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়