শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্য প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত!

                            সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্য প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত! - সংবাদের আলো

আজিজুর রহমান মুন্না: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে  জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে  এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতিমূলক আলোচনা  সভার সভাপতিত্ব করেন,  জেলাপ্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময়ে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নান মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ হেলাল আহমেদ, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু,সাধারণ সম্পাদক টি.এম. মাইনুল ইসলাম, জাতীয় মৎস্যজীবি সমবায়সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সুরুতজ্জামান প্রমুখ।
এসময়ে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ এবং তাদের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

জানা যায় যে, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে  ২৪ জুলাই২০২৩ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা , সিরাজগঞ্জ  জেলা ও উপজেলা পর্যায়ে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক  গৃহীত কার্যক্রম বিষয়ে সম্মেলন/ মতবিনিময় সভার আয়োজন এবং মাইকিং এর মাধ্যমে প্রচারণা।

২৫ জুলাই ব্যানার ফেস্টুন সহযোগে সড়কে র‍্যালি প্রদর্শন উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ। জেলা ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে বা পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যে বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন।

২৬ জুলাই প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি এবং মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা।
২৭ জুলাই উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছ চাষবিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর, জলাশয়ের পানির ভৌত -রাসায়নিক পরীক্ষা।
২৮ জুলাই  উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান। পুকুর, জলাশয়ের পানির ভৌত রাসায়নিক পরীক্ষা এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি, উন্নতি এবং সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন।
২৯ জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষণ বিভিন্ন উপকরণ বিতরণ ( বৈধজাল, বিকল্প কর্মসংস্থানের উপকরণ  মৎস্য খাদ্য ইত্যাদি) ৩০ জুলাই ৭মদিন জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়