চলনবিলের বুক চিরে নির্মিত আধুনিক পাকা সড়ক এখন বিনোদনের অন্যতম স্থান !
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিলের বুক চিরে নির্মিত বাংলাপাড়া -উধুনিয়া আকাবাকা সড়ক পাল্টে দিয়েছে এ অঞ্চলের পর্যটন শিল্প। চলনবিলের মাঝখানে উচু করে রাস্তা নির্মাণ করায় এটি এখন দৃষ্টি নন্দন ভ্রমণ কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষের সমাগম ঘটে এই সড়কে ।চারিদিকে বিস্তিন্ন পানি, নীল আকাশে সাদা মেঘের ভেলা, সচ্ছ জলরাশি,এ যেন এক বিধাতার এক অপরূপ সৃষ্টি।আর এই মনোমুগ্ধকর প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত অনেক লোক আসে এই সড়কে।বেলা যত গড়তে থাকে এখানকার মুগ্ধতা তত বাড়তে থাকে।
প্রতিদিন বিকেল বেলা শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের সমাগম ঘটে।উল্লেখ্য রাস্তাটি একসময় ভাঙা,খান-খন্দে ভরা ছিল।২০২২ সালের জানুয়ারি মাসে প সড়ক ও জনপদ বিভাগ রাস্তাটি নতুন করে নির্মানের উদ্যোগ নেয় ।প্রায় ৩০কোটি টাকা ব্যায়ে নির্মিত করা হয়েছে রাস্তাটি।রাস্তাটির দুই পাশে ব্লকের বেষ্টনির কারনে রাস্তাটির সৌন্দর্যের নতুন মাত্রা যোগ হয়েছে। রাস্তাটিতে অনেকে বেড়াতে এসে নৌকা ভাড়া করে বিস্তিন্ন চলনবিলের পানির মধ্যে ঘুরে বেড়ায়।এতে মাঝিরা অনেক লাভবান হচ্ছেন।
আর এই সড়কে পর্যটকের আগমনে রাস্তাটির দুই পাশে গড়ে ওঠেছে ছোট ছোট দোকান। যা এ এলাকার অর্থনীতিতে বিরাট অবদান রাখছে।রাস্তায় ঘুরতে আসা এক পর্যটক সংবাদের আলোকে জানায় এখনকার পরিবেশ অনেক সুন্দর,আবহাওয়া অনেক ভালো,মনোরম পরিবেশ।অপু সরকার নামে এক দর্শনার্থী সংবাদের আলোকে জানায়,আমি অনেক দূর থেকে ঘুরতে এসেছি,আমার কাছে ভালোই লাগল,অনেক লোক বেড়াতে আসে আমিও বেড়াতে আসলাম।এখানকার আবহাওয়ার ও পরিবেশ পর্যটনের উপযোগী হওয়ার কারণে পর্যটন এলাকা করার দাবী স্থানীয়দের।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।