বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে আড়াইশ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বেলকুচিতে আড়াইশ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: বেলকুচি-এনায়েতপুর কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে ২০২২ সালে বৃত্তি পরীক্ষায় উর্ত্তীণ ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষার্থীদের হাতে সম্মানা সনদ ও অর্থ তুলে দেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলখোশ আলী প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, থানার ওসি খায়রুল বাশার, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, সোহাগপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় অধ্যক্ষ এস এম শহিদুল রেজাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ