রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর উদ্বোধনের জন্য প্রেস ব্রিফিং

                            বেলকুচিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর উদ্বোধনের জন্য প্রেস ব্রিফিং - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে সোমবার (২০ মার্চ) সকাল ১১ঘটিকার সময় উপজেলা পরিষদ হল রুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করা হয়।

প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রম চলমান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বেলকুচি উপজেলায় ৪র্থ পর্যায়ে ৪৫টি ঘরের গৃহনির্মাণ, বন্দোবস্তু ও কবুলিয়ত কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহানসহ বেলকুচিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়