উল্লাপাড়ায় সাজেদা ফাউন্ডেশনের উত্তরণ কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত
উজ্জ্বল অধিকারী: ২৮শে ফেব্রুয়ারী ২০২৩, বেলা ১২ ঘটিকায় উল্লাপাড়া, সিরাজগঞ্জ সাজেদা ফাউন্ডেশন অফিসে অতিদরিদ্র জনগোষ্ঠির মাঝে সম্পদ সম্প্রসারণ, স্বাস্থ্য, সামাজিক অন্তর্ভুক্তিকরণ ও অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সামাজিকভাবে ক্ষমতায়ণ ও সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্তকরণ এর উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম, টিম লিড এর সঞ্চালনায় উত্তরণ কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোত্তালিব, উদ্ভিদ সংরক্ষণ অফিসার সরোয়ার হোসেন, উল্লাপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালেক,দূর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান আফসার আলী, সহ অন্যান্য কর্মকর্তাগন।
উক্ত সভায় উত্তরণ কর্মসূচি ও সাজেদা ফাউন্ডেশন এর গৃহিত সকল কার্যক্রমসমূহ উপস্থাপন করেন ফরহাদ হোসেন, টিমলিড, সাজেদা ফাউন্ডশন, এছাড়া উপস্থিত ছিলেন সেক্টর স্পেশালিষ্ট আবুল কালাম আজাদ, সূচনা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক জিয়াউর রহমান,শাখা ব্যবস্থাপক (সূচনা) জাহিদুল আসলাম, প্রোগ্রাম অফিসার জাকির হোসেন ও আজহারুল ইসলাম সহ অন্যন্য কর্মকতা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন,বলেন সাজেদা ফাউন্ডেশণকে উওরণ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মসূচির সকল কার্যক্রম নিয়ে প্রশংসা করেন। প্রতিবন্ধী ব্যাক্তি ও অনন্য সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে বিশেষ ভাবে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন। সেই সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ন কার্ড নিশ্চিত করতে তাৎক্ষণিক সমাজসেবা অফিসারকে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান দের কে উত্তরন কমসূর্চির কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন। সবশেষে উত্তরণ কর্মসূচির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে সভা শেষ করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।