বেলকুচিতে জাতীয় ভোটার দিবস পালিত
উজ্জ্বল অধিকারী: ‘ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৩ ।
বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে দিবসের শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি , আলোচনা সভা ও ভোটার সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাচন অফিসে ভোটার সেবা কার্যক্রম পরিচাললিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।