গরু চুরির অপবাদে অমানবিক নির্যাতন
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: গরু চুরির অপবাদে মজিদ মিয়া (৩৫) নামের এক কৃষককে অমানবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনকারীদের হাত থেকে মজিদ মিয়াকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে তার স্বজনরা। বুধবার উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামে এই ঘটনা ঘটে। মজিদ মিয়া ওই গ্রামের শাহাজান মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও মজিদ মিয়ার স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বনতিয়শ্রী গ্রামের ইঞ্জিন খানের ছেলে জাহাঙ্গীর খানের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। এই ঘটনায় কৃষক মজিদ মিয়াকে সন্দেহ করে জাহাঙ্গীর। বুধবার সকালে ওই গ্রামের রতন মিয়ার দোকানের সামনে থেকে জাহাঙ্গীর তার লোকজন নিয়ে মজিদ মিয়াকে ধরে নিয়ে যায়। পরে গরু চুরির অপবাদে শিকলে বেঁধে দিনভর মজিদ মিয়ার ওপর নির্যাতন করা হয়। গরু চুরির ঘটনায় মজিদ মিয়ার কোন সম্পৃক্তা না পাওয়ায় স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের নিয়ে তাকে রাতে উদ্ধার করে স্বজনরা। পরে বৃহস্পতিবার সকালে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কৃষক মজিদ মিয়া বলেন,‘আমি বুধবার সকালে বাড়ির সামনে দোকানে বসেছিলাম। হঠাৎ জাহাঙ্গীর কয়েকজন লোক নিয়ে এসে আমাকে ধরে তাদের বাড়িতে নিয়ে শিকলে বেধে রাখে। পরে জাহাঙ্গীর, আহাদ, পারভেজ, হারুনসহ কয়েকজন আমাকে মারপিট শুরু করে। আমি নির্যাতন সহ্য করতে না পেরে কয়েকবার অজ্ঞান হয়েছি। জাহাঙ্গীরের গরু আমি নিয়েছি একথা স্বীকার করার জন্য আমাকে এমন নির্যাতন করেছে। কিন্তু গরু চুরির বিষয়ে আমি কিছুই জানি না।’
মজিদ মিয়ার স্ত্রী শামছুন্নাহার বলেন,‘ আমার স্বামী চুরি করেনি। কিন্তু তারা আমার স্বামীকে ধরে নিয়ে গরু চুরির অপবাদ দিয়ে মারপিট করেছে। লজ্জায় আমার সন্তানরা ঘর থেকে বের হচ্ছে। আমার স্বামীর অবস্থা খুবই খারাপ তাই হাসপাতালে ভর্তি করেছি। তাদের ভয়ে থানায় যেতেও সাহস পাচ্ছি না। আমরা কি এই ঘটনার বিচার পাবো না? এসব বলে কান্নায় ভেঙ্গে পড়েন।’
ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার সফি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ চুরির অপবাধে মজিদ মিয়াকে মারধর করা হয়েছে আমি শুনেছি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করছে।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘গরু চুরির অপবাধে নির্যাতন করার ঘটনাটি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত জাহাঙ্গীর মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।