পত্রিকায় সংবাদ দেখে খুঁজে পেলেন চুরি হওয়া ৩ টি গরু
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে উদ্ধার হওয়া চোরাই ৩ টি গরু প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়েছে । বুধবার সকালে বেলকুচি থানা চত্বরে গরুর মালিক শাজাদপুর উপজেলার মাশিউর গ্রামের মৃত ইফার আলী মন্ডলের ছেলে আব্দুর রউফের হাতে উদ্ধার হওয়া ৩ টি গরু তুলে দেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান।
উদ্ধার হওয়া গরুর মালিক আব্দুর রউফ জানান, ৬ আগস্ট রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে যায়। সকালে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। পরে বিভিন্ন যায়গায় গরু গুলি খুজতে থাকি। এবং শাহাজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। বেলকুচি থানা পুলিশ ৩ টি চোরাই গরু উদ্ধার করছে এমন নিউজ পত্রিকায় দেখতে পাই। পরে বেলকুচি থানায় এসে গরু গুলো সনাক্ত করি।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, ১১ আগস্ট সকালে উদ্ধার হওয়া গরু নিয়ে বেলকুচি থানায় প্রেস বিফিং করা হয়। বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হওয়ার পর আব্দুর রউফ জানতে পারে ৩ টি চোরাই গরু বেলকুচি থানা পুলিশ উদ্ধার করেছেন। পরে আব্দুর রউফ যোগাযোগ করলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে গরু গুলো হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ১০ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জামতৈল গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে পুলিশের অভিযানে গরু চোর চক্রের ১ সদস্য ও ৩ টি চোরাই গরু উদ্ধার করেন। পরে এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।