শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিয়ের নামে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়াই যার পেশা !

                            বিয়ের নামে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়াই যার পেশা ! - সংবাদের আলো

সাধন কুমার দাস: রংপুরের আক্কেলপুরের তাজহাট ঘাঘট পাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে সানোয়ার রহমান (৩১)। তার নেশা বিয়ের নামে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়া। বিয়ের নামে পুতুল খেলায় সর্বদা মত্ত থাকেন তিনি। আনসার ব্যাটালিয়নে চাকরির সুবাদে রংপুরসহ বিভিন্ন জেলায় তিনি থাকতেন।

আর অবাধে করে চলেছেন বহুবিবাহ। বিয়ের আপনি কে নামের পুতুল খেলার নেশায়। প্রথমে  তিনি বিয়ে করতেন। বিয়ে করে পরে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এরপর শুরু হতো তার প্রতারণা। ঘটনাচক্রে এমনি একটি ঘটনা সিরাজগঞ্জে ২০১৯ সালের ১লা জুন সিরাজগঞ্জের হোসেনপুর নামক স্থানের মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে ইয়াসমিন আক্তার নিয়তির (২৮) সাথে ইসলামিক শরিয়ত মোতাবেক সম্পূর্ণরূপে ইসলাম ধর্মীয় বিধিবিধান মানিয়া রংপুরের আক্কেলপুর তাজহাট গ্রামের মতিয়ার রহমানের ছেলে সানোয়ার রহমানের সাথে ১০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ সম্পূর্ণ হয়।

বিয়ের পরেই ইয়াসমিন আক্তার নিয়তির জানতে পারেন পূর্বেও আরও  দুটি বিবাহ করেন। তার কাছে তথ্য গোপন করে  বিচ্ছেদ ছাড়াই পরে তাকে আবার বিবাহ করেন।

ইয়াসমিন আক্তার নিয়তি ছিলেন তার ৩য় স্ত্রী। কিছুদিন যাওয়ার পরেই শুরু হয় সেই যৌতুকের জন্য নানা ধরনের অত্যাচার। বাবা হারা ইয়াসমিন আক্তার নিয়তি নিজেকে অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচতে চেস্টা করে করেন মামলা। মামলায় হাজিরা না দেওয়ার ফলে ওয়ারেন্ট হয়ে যায় স্বামী সানোয়ার রহমানের নামে। তার পরে আর ও ভয়ংকর হয়ে ওঠেন সানোয়ার রহমান। ওয়ারেন্ট হয়ে গেলেও কেন প্রশাসন তাকে গ্রেফতার করছে না তা নিয়ে ভয়ে আছেন ইয়াসমিন আক্তার নিয়তি।

ঘটনার বিবরণে আরো জানা যায় সানোয়ার রহমানের বড় দুই ভাই  পুলিশে চাকরি করার সুবাদে  ওয়ারেন্ট হওয়ার পরেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। ভাইদের কারনেই সানোয়ার রহমান প্রতিনিয়ত নানা ভাবে অপরাধ করে যাচ্ছেন। এবং সমস্ত অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন।।

ভুক্তভোগী সহায়-সম্বলহীন অসহায় নারী  এমন কথাই তুলে ধরেন প্রতিবেদক এর কাছে। এবং দেশ ও জাতির কাছে সঠিক বিচার প্রার্থনা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়