রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ (ভিডিওসহ)

                            সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ! - সংবাদের আলো

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ।

রবিবার (২৪শে জুলাই) সকাল থেকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে শুরু হয় এ উচ্ছেদ অভিযান।

ঢাকা জোনের সম্পত্তি ও আইন কর্মকর্তা (সওজ) এর উপসচিব কামরুজ্জামান মিয়া ও সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু মনসুর আহমেদের  নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

জানাগেছে,মহাসড়কে  অবৈধভাবে গড়ে ওঠা এসব ছোট বড় কাচা পাকা স্থাপনা অপসারনে সড়ক বিভাগ থেকে ২০ জুলাই  নোটিশ প্রাদন করা হলেও তারা নিজ উদ্যেগে অপসারন না করায় রবিবার সকালে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অবৈধ স্থপনা উচ্ছেদে এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চলাকালে হাজার হাজার উৎসুক জনতা ভীড় জমায় বিসিক বাসস্ট্যান্ডে। যেকোন পরিস্থিতি সামাল দিতে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয় বিসিক বাসস্ট্যান্ড এলাকায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়