শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে সংগঠন বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ৩ থানার সমন্বয় সভা

                            বেলকুচিতে সংগঠন বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ৩ থানার সমন্বয় সভা - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জ -৫ নির্বাচনী এলাকার বেলকুচি, চৌহালী এবং এনায়েতপুর থানা একত্রে হয়ে বিএনপির কেন্দ্রীয় সহ -প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সংগঠন বিরোধীভাবে বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করায় তিন থানার সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকালে উপজেলার শেরনগর গ্রামে বিএনপি নেতা গোলাম মওলা খাঁন বাবলুর বাসভবনে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাবা মাহফুজা খাতুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সদস্য সচিব, জাহিদুল ইসলাম মোল্লা। বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ -সভাপতি গোলাম আজমের পরিচালনায়  সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মীর জাহাঙ্গীর হোসেন, বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, সাবেক যুগ্ম আহবায়ক আবু খালিদ রাজ্জাক, মোশারফ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন শামীম, সাবেক যুগ্ম  আহবায়ক হাফিজুর রহমান,  সাবেক ভি পি মোকলেছুর রহমান, ছাত্রনেতা তারেক আরফান, মন্জুর কাদের প্রমুখ।

সভায় বক্তারা আলীম কর্তৃক সুপারিশকৃত গঠনতন্ত্র পরিপন্থী আহবায়ক কমিটির বাতিল করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ কমিটি করার জন্য কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----