রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে খাদ্য মন্ত্রনালয়ের উপসচিবের চালের দোকান পরিদর্শন

                            বেলকুচিতে খাদ্য মন্ত্রনালয়ের উপসচিবের চালের দোকান পরিদর্শন - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ধান-চলের ব্যাবসায়ীদের দোকান পরিদর্শন করেছে খাদ্য মন্ত্রনালয়ের উপসচিব মর্জিনা আক্তার।

শনিবার (১৮ জুন) দুপুরে বেলকুচি পৌর এলাকার পলাশ মার্কেট এলাকায় পাইকারি ও খুচরা চালের দোকানগুলো পরিদর্শন করেন তিনি। খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার পরিদর্শনকালে ধান-চাল ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ১ মেঃটন বা ১০০০ কেজি মজুত রেখে খাদ্যশস্য ব্যবসা করতে চাইলে সরকারি আইন অনুযায়ী খাদ্যশস্য লাইসেন্সের আওতায় আসতে হবে। সেইসাথে প্রতিটি চালের দোকানে মিল অথবা মোকাম থেকে ক্রয়ের ক্যাশমেমো সংরক্ষণ এবং খুচরা বিক্রেতাদের দোকানে আবশ্যিকভাবে মূল্যতালিকা প্রদর্শন করতে হবে, অন্যথায় আইন অনুযায়ী কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।

এছাড়া তিনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সকল ধান-চাল ব্যবসায়ীদের অনতিবিলম্বে ফুডগ্রেইন লাইসেন্সের আওতায় নিয়ে আসার তাগিদ দেন এবং সকল ব্যবসায়ীদের একটি ডাটাবেইজ তৈরির নির্দেশনা প্রদান করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়