অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর পাশে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতার পাশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
শনিবার (১৮জুন) বিকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজারে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবু হানিফের আগুনে পোড়া দোকান ঘুরে দেখেন। এ সময় সেচ্ছাসেবক লীগ নেতা ও ব্যবসায়ী আবু হানিফকে সান্তনা দেন ও তাকে ঘুরে দাঁড়াতে পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বুলবুল আহমেদসহ অনেকেই।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬জুন) ভোর ৫টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজারের আগুনে সেচ্ছাসেবক লীগ নেতার মটরসাইকেল পাটর্স, মবিল, ৩টি মটরসাইকেল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ দোকানঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে তার দোকানের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।