১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
সংবাদের আলো ডেস্ক: অবৈধভাব সীমান্ত অতিক্রম করার চেষ্টা করায় দেশজুড়ে অভিযান শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ গত ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত যৌথভাবে মাঠ নিরাপত্তা অভিযানে রাজ্যজুড়ে ১৯ হাজার ৪১৮ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১১,৭৮৭ জন আইন লঙ্ঘনকারী।৪ হাজার ৩৮০ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩,২৫১ জন শ্রম আইন লঙ্ঘনকারী। আটককৃতদের মধ্যে ১,২২১ জন ব্যক্তি অবৈধভাবে সৌদি আরবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন, যার মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৬ শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার। অতিরিক্তভাবে, ১৩৬ জন ব্যক্তিকে অনুমতি ছাড়াই রাজ্য ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় ধরা পড়ে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।