উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি পৌর সভার আয়োজনে এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে পবিত্র ঈদুল আযহার ঈদ উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তায় ঈদ উপহার হিসেবে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ই জুলাই) সকালে বেলকুচি আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠে বেলকুচি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রায় ৫ হাজার দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রতি স্লিপে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করা হয়।
উক্ত ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। এ সময় তিনি দুস্থ অসহায়দের উদ্দেশ্যে বলেন, মানবতার জননেত্রী শেখ হাসিনার সরকার সবসময় দুস্থ অসহায় মানুষের পাশে আছে। আসছে পবিত্র ঈদ-উল-আযহা ঈদে সারা দেশে প্রতিটি দুস্থ অসহায় পরিবারের মানুষের মাঝে চাউল বিতরণ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সরকারের মহতি উদ্যোগের দুস্থ অসহায় পরিবার অনেক উপকৃত হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানা, কাউন্সিলর মাহবুবুল হক তারেক, মহিলা কাউন্সিলর শাপলা খাতুন, ভারপ্রাপ্ত পৌর সচিব ওয়ারেছ কবীর, প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.