বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

৪ জেলায় নতুন পুলিশ সুপার

সংবাদের আলো ডেস্ক: দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। জেলাগুলো হলো- চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর।নতুন পদায়নকৃত পুলিশ সুপাররা হলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. মিজানুর রহমানকে টাঙ্গাইলে, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরে ও পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডির পুলিশ সুপার ও পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহাম্মদ তারিককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়